Breaking
25 Dec 2025, Thu

রক্ত দিয়ে প্রাণ বাঁচাল ভিন রাজ্যের যুবকের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রচণ্ড গরমে চলছে রক্তের সংকট। রক্তের আকাল এতটাই যে ব্লাড ব্যাঙ্কেও রক্ত নেই। কিন্তু রক্তদান যে সত্যিই জীবনদান, তা প্রমাণ করলেন ঝাড়গ্রাম শহরের স্টেশনপাড়ার যুবক প্রতীক মৈত্র। ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়ার বাসিন্দা বছর
পঁচিশের মোহিত মাহাতো বাইক দুর্ঘটনায় আহত হন। মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম নার্সিংহোমে তার জখম পায়ে জটিল অস্ত্রোপচার করার জন্য
চিকিৎসকরা বলেছিলেন প্রয়োজনীয় রক্ত দরকার। জখম যুবকের পরিবার ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে চারিদিকে খুঁজেছেন। কিন্তু A+ রক্ত কোথাও পায়নি। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায়
অসহায় বোধ করেন পরিবার।
খবর পৌঁছায় ‘ঝাড়গ্রাম ব্যাড বয়েজ ফাউন্ডেশনে’। ফাউন্ডেশনের প্রতীক মৈত্র-র সঙ্গে A+ রক্তের মিল ঘটে। প্রতীক সঙ্গে সঙ্গে রাজি হয়ে এক ইউনিট রক্ত দান করেন। এহেন মহতী উদ্যোগের জন্য ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে কুর্নিশ জানায় প্রতীক মৈত্রকে।

Developed by