Breaking
23 Dec 2025, Tue

প্রচারে পর্যটকদের কথা শুনলেন তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার বেলপাহাড়ীতে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন। প্রচার সেরে দুপুরে খাবার খেতে এসেছিলেন বেলপাহাড়ীর বিডিও অফিসের ক্যান্টিনে। সেই সময় বেশ কয়েকজন পর্যটক ওখানে দুপুরের খাবার খাচ্ছিলেন। আর সেই সময় খেতে ঢুকেই এক ঢিলে ফাই পাখি মারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সরেন। ঝাড়গ্রামের বিধায়ক তথা জেলার কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা, উজ্জ্বল দত্ত, শুভ্রা মাহাতো মাধবী বিশ্বাস, অনুশ্রী কর, প্রমুখ | এবং ঢুকে আলাপ চারিতা সারলেন পর্যটকদের সঙ্গে | তাদের জিজ্ঞাসা করলেন কেমন লাগছে তারা বললেন যে পর্যটন কেন্দ্র গুলি আরো ভালো করে সাজাবেন এবং দোকান পাট করলে ভাল হয় | প্রার্থী বললেন কাজ করেছেন আমাদের দল নেত্রী এবং আমাদের সরকার আরও উন্নয়ন হবে | আপনাদের মুল্যবান মতামত পেয়ে ভাল লাগলো |

Developed by