Breaking
25 Dec 2025, Thu

দাসপুরে বরযাত্রী বোঝায় বাস উল্টে আহত ২০

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোররাতে বরযাত্রী বোঝায় বাস উল্টে দুর্ঘটনা ঘটলো।জানা গেছে, গতকাল রাতে একটি বরযাত্রী বোঝায় বাস পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল থেকে গোপীগঞ্জ ফেরার পথে দাসপুর থানার বকুলতলা বৈকন্ঠপুরের মাঝে একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায় বাসটি।

এই ঘটনায় ২০ জন আহত হয়েছে বলে খবর।এরপর বাসের যাত্রীরা চিৎকার করতে থাকলে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার করে।দাসপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুতর অাহতদের ঘাটাল হাসপাতালে পাঠায়।ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে আহতদের ৭ জন ভর্তি অাছে।

Developed by