Breaking
17 Dec 2025, Wed

প্রখর রোদ উপেক্ষা করেই প্রচারে ব্যাস্ত মানস ভূঁইয়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার সঙ্গে তাপমাত্রার পারদ ততই বেড়ে চলেছে। আর প্রখর তাপকে উপেক্ষা করেই আজ মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। এদিন সকাল থেকেই মানস বাবু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সদর ব্লকের আবাস, কুইকোঠা, কেরানীচটি, বাড়ুয়া এলাকায় পায়ে হেঁটে ভোট ভিক্ষে করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি তাঁকে ভোট দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন জানান। এইদিনের ভোট প্রচারে মানস বাবুর সঙ্গে ছিলেন, জেলা তৃণমূল যুব সভাপতি রমাপ্রসাদ গিরি, বিধায়ক দীনেন রায় সহ একাধিক তৃণমূল জেলা নেতৃত্ব।

Developed by