Breaking
8 Dec 2025, Mon

সাত সকালে আম বাগানে হানা দিল হাতির দল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনিতে সাত সকালে হানা দিল হাতির দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকা ঢুকে পড়ে হাতির দল। বাগানের আম গাছের আম খাওয়ার পাশাপাশি গাছের ডাল ভেঙে নষ্ট করে দেয়। এমনকি বেশ কিছু গাছের ইচড়ও খেয়ে ফেলে। চিন্তায় বাগানের মালিকরা।

Developed by