Breaking
21 Dec 2025, Sun

ভোটে লড়ার জন্য কিডিনী বিক্রি করতে চান অসমের এই প্রার্থী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটে লড়ার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় টাকাজোগাড় করতে না পারলে নিজের কিডনি বিক্রি করার কথা জানালেন অসমের মোদাতি গ্রাম থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানো সুকুর আলি।

সুকুর বলেন,‌ ‘‌যদি আমি ভোটে লড়ার টাকা জোগাড় না করতে পারি, তাহলে নিজের কিডনি বিক্রি করে দেব।’‌কয়েকবছর আগে এই আলিই শিবালী নদীতে ব্রিজ তৈরির জন্য জমি বিক্রি করে দিয়েছিলেন এবং নিজে শ্রমিকের কাজ করেছেন।

বর্তমানে তিনি বেকার। ২৬ বছর বয়সি সুকুর বিনা পারিশ্রমিকে একটি নৌকায় কাজ করেন। তিনি বলেন, ‘‌ছোটবেলা থেকে দেখে আসছি, নেতারা রাজনীতিরা নামেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে।

Developed by