Breaking
22 Dec 2025, Mon

ঝাড়গ্রাম লোকসভায় জিততে বদ্ধপরিকর বিজেপি, জোরকদমে চলছে প্রার্থীর প্রচার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: কোথাও প্রচার শুরু মন্দিরে পূজো দিয়ে আবার কোথাওবা ভোটারের দরজায় কড়া নেড়ে। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীর প্রচারের চেহারাও দিনের পর দিন পরিবর্তন হচ্ছে।মাওবাদীদের আঁতুড়ঘরে পায়ে হেটে মিছিল করে ভোট প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। মাওবাদীদের আঁতুড়ঘর নামে পরিচিত কাপগাড়ী ,চোঁদসড় ,গগনাশুলী প্রভৃতি গ্রামে মিছিলের মাধ্যমে প্রচার সারলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। এদিন তাঁর সঙ্গে ভোট প্রচারে পা মেলান কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা।

তৃণমূলকে হারাতে কর্মীদেরকে নিয়ে জোর প্রচারে কুনার হেমব্রম। পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্পগুলি আরও বেশি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে বিজেপির দলীয় সূত্রে। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝাড়গ্রাম জেলায় যথেষ্ট ভালো ফল করেছে। জেলার অনেক গুলি পঞ্চায়েত দখল করেছে,দুটি পঞ্চায়েত সমিতি দখল করেছে। জেলা পরিষদের সদস্যও রয়েছে।শাসক বিরোধী দল হিসেবে উঠে এসেছে। ফলে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Developed by