Breaking
4 Dec 2025, Thu

মাওবাদীদের আতুড় ঘরে প্রচার বিজেপি প্রার্থীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একদা মাওবাদী আঁতুড় ঘর ছিল পুরুলিয়া জেলার বান্দোয়ান। যা আবার ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত। পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের বোরো অঞ্চলে প্রার্থী কুনার হেমব্রমকে সঙ্গে করে নিয়ে মিছিল করলেন ঝাড়গ্রাম জেলার বিজেপির সাধারন সম্পাদক অবনী ঘোষ। প্রখর রোদকে উপেক্ষা করে এদিন প্রচার সারলেন পুরুলিয়া জেলার বান্দোয়ানে।

Developed by