Breaking
16 Dec 2025, Tue

উত্তরবঙ্গ থেকে ৪ এপ্রিল ভোট প্রচার শুরু করবেন মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৪ এপ্রিল উত্তরবঙ্গ থেকে তাঁর নির্বাচনী প্রচার অভিযান শুরু করছেন। রাজ্যে সাত দফার ভোটপর্ব এবং দেশের আরও কয়েকটি রাজ্য মিলিয়ে এবারের নির্বাচনে মমতার টার্গেট ১০০টি সভা করার। বুধবার কালীঘাটে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে মমতা বলেন, ৪ এপ্রিল থেকে শেষ দফার ভোটের আগে ১৭ মে পর্যন্ত প্রচার চালাব। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার সভার মাঝে অসমের ধুবড়িতে আগামী ৫ এপ্রিল একটি সভায় অংশ নেব। কয়েকটি রাজ্য থেকে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণও রয়েছে। কয়েকটি জায়গায় নির্বাচনী সভায় মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে যাব সাধারণের কাছে। সবমিলিয়ে ১০০টি সভা করব। এর আগে আগামী ৩১ মার্চ বিশাখাপত্তনমে তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে ‘ইউনাইটেড ইন্ডিয়া’র এক সভায় বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো।

Developed by