Breaking
8 Dec 2025, Mon

২৫ বলে সেঞ্চুরি করে হঠাৎই বিশ্ব ক্রিকেটের হিরো উইল জ্যাকস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- Will Jacks-এর নাম হয়তো তাঁর দেশের মানুষরাও জানেন না। ইংল্যান্ডের এই ক্রিকেটার বৃহস্পতিবার এমন কাণ্ড ঘটালেন যাতে গোটা বিশ্ব কয়েক মুহূর্তের মধ্যে চিনে ফেলল Will Jacks-কে। ২০ বছরের এই ছেলে দুবাইয়ে এক ওভারে ছয় ছক্কা তো হাঁকালেনই সঙ্গে ২৫ বলে করে ফেললেন সেঞ্চুরি। যা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। কিন্তু খারাপ খবর হল এই ম্যাচ অফিশিয়াল স্ট্যাটাস না পাওয়ায় রেকর্ড বুকে থাকবে না জ্যাকের এই বিধ্বংসী ইনিংস। Jacks শেষ করেন ৩০ বলে ১০৫ রান করে। তাঁর মধ্যে ছিল আটটি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারি। আর জ্যাকের এই ইনিংসের সৌজন্যে টি১০ ম্যাচে Surrey তিন উইকেটে ১৭৬ রান করে Lancashire-র বিরুদ্ধে।
জ্যাকসের এই ইনিংস মনে করাচ্ছে ক্রিস গেলকে। ২০১৩ আইপিএল-এ ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রফেশনাল ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরি। কিন্তু গেলকে ছুঁয়ে রেকর্ডে ঢুকতে পারলেন না ইংল্যা‌ন্ড ক্রিকেটের এই ভবিষ্যৎ তারকা।

ইনিংস শেষে জ্যাকস আইসিসিকে বলেন, ‘‘প্রথম বল থেকেই আমি আমার শটগুলো খেলার চেষ্টা করছিলাম।”

Developed by