Breaking
18 Dec 2025, Thu

পশ্চিম মেদিনীপুরে ফের পথ দূর্ঘটনা আহত হলো ৭ জন বাস যাত্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ফের পথ দূর্ঘটনা আহত হলো ৭ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী ও কোতোয়ালী থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের পাশেআই টি আই কলেজের সামনে। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান একটি বাস গড়বেতা থেকে মেদিনীপুর গামী বাসের সঙ্গে মুখোমুখি গড়বেতা গামী সরকারি বাসের সংঘর্ষ। সরকারি বাসটি একটি ১২ চাকার ওভারলোড ট্রাককে ওভারটেক করতে গিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে সরকারি বাসটি। এর ফলে ৬০ নং জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে। যানজট সৃষ্টি হয়। ঘটনায় ৭ জন আহত। সবাইকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে কোতোয়ালী থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Developed by