Breaking
6 Dec 2025, Sat

পুকুরে গিয়ে বাড়ি ফেরা হল না দয়মন্তীর

ঝাড়গ্রাম :পুকুরে স্নান করতে গিয়ে সময় জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম দময়ন্তী জানা (৫৫)। তাঁর বাড়ি সাঁকরাইলের থানার কুকড়াখুপি এলাকার আন্ধারী গ্রামে। এদিন কালে বাড়ির কাছে পুকুরে স্নান করতে গিয়েছিলেন দময়ন্তী। পরে আর বাড়ি ফেরেননি। পরে তাঁকে জলে ভাসতে দেখা যায়। উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘষোণা করেন।

Developed by