
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে গত রবিবার জৈশ এ মহম্মদ এর তিন জঙ্গিকে খতম করে সেনা। জঙ্গিদের পরিচয় হিসেবে একজন পাকিস্তানি বলে জানা গেছে। জৈশ এর ওই জঙ্গিদের মধ্যে পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রী সাজ্জাদ ও মারা গেছে। সাজ্জাদের গাড়ি নিয়েই পুলওয়ামার হামলা করা হয়েছিল।
সেনা জানায়, ২০১৯ এর প্রথম ৭০ সিনে ৪৪ জঙ্গিকে খতম করা হয়েছে। তাঁদের বেশিরভাগই জৈশ এ মহম্মদ এর জঙ্গি ছিল।
২০১৮ সালে সীমান্তে জৈশ এ মহম্মদ ১৬২৯ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। আর এই বছরে এখনো পর্যন্ত ৪৭৮ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
জম্মু কাশ্মীরের পুলিশ আইজি জানান, সেনার লাগাতার অল আউট অপারেশন চলার জন্য বিগত চার মাসে জঙ্গি দলে নতুন সদস্যের ভর্তির পরিমাণ কমেছে।
চিনার কর্প এর জিসিও কেজিএস ঢিলোন বলেন, পুলওয়ামা হামলার ২১ দিনের মধ্যে ১৮ জঙ্গিকে খতম করা হয়েছে। মৃত ১৮ জন জঙ্গির মধ্যে ১৪ জন জৈশ এ মহম্মদ এর জঙ্গি। আর ১৪ জৈশ এর জঙ্গির মধ্যে ৬ জন জৈশ এর কম্যান্ডার ও ছিল। মৃত জঙ্গিদের মধ্যে জৈশ এ মহম্মদ এর প্রধান কম্যান্ডার মুদাসসার ও মরেছে। মুদাসসার পুলওয়ামা জঙ্গি হামলায় যুক্ত ছিল।




