Breaking
7 Dec 2025, Sun

৪২ শে ৪২ তৃণমূলকে উপহার দেওয়ার ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল

পশ্চিম মেদিনীপুর:- বিজেপি সরকারের হঠকারিতা, দেশকে শোষণ করার ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে এবং আগামী লোকসভা নির্বাচনে এরাজ্যে ৪২ শে ৪২ তৃণমূলকে উপহার দেওয়ার ডাক দিয়ে আজ পশ্চিম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান তৃণমূলে জেলা সভাপতি অজিত মাইতি, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, মহিলা নেত্রী উত্তরা সিংহ হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ আন্যান্য নেতৃবৃন্দ। মিছিল থেকেও বিজেপি হটাও, দেশ বাঁচাও এর শ্লোগানও দেওয়া হয়।

Developed by