Breaking
6 Dec 2025, Sat

বেআইনী পোস্ত চাষ বন্ধ করতে প্রায় ৩৫ বিঘা জমির বেআইনী পোস্ত নষ্ট করলো প্রশাসন

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমান পোস্ত গাছ নষ্ট করলো প্রশাসন। ঘটনাটি বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার পড়াশীর দামোদরের চর সংলগ্ন এলাকার। পুলিশ ও আবগারী দপ্তরের যৌথ উদ্যোগে এই বেআআইনী পোস্ত চাষ বন্ধ করতে এই উদ্যোগ বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, রবিবার দামোদর চর সংলগ্ন
এলাকায় পুলিশ ও আবগারি দপ্তরের কর্মী-আধিকারিকরা আচমকাই হানা দিয়ে প্রায় ৩৫ বিঘা জমির বেআইনী পোস্ত চাষ নষ্ট করে দেন। দীর্ঘদিন ধরেই বেআইনী পোস্ত চাষের খবর ছিল পুলিশের কাছে।

Developed by