Breaking
6 Dec 2025, Sat

জামবনির শুষনি গ্রামে রাতভর চলল হাতির তাণ্ডব

জামবনি : শনিবার রাত ১ টা থেকে ভোর ৩
টা পর্যন্ত প্রায় ১৫টি হাতি সব্জি, ধান জমিতে ঢুকে তাণ্ডব চালায়। এমনকি গ্রামবাসীদের বাড়ির দরজাও ভেঙে দিয়েছে। গ্রামের বাসিন্দারা সারারাত খুব আতঙ্কে ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, শুধু আজ নয় বেশ কয়েক দিন ধরে শুষনি ও কুমারী গ্রামে ওই হাতির দল তান্ডব চালাচ্ছে। সতীশ , চঞ্চলা , যদুনাথ, দীনবন্ধুরা বলেন, ধান ও সব্জিখেত মিলে ৮ থেকে ১০ বিঘা জমির ফসল নষ্ট করছে।

ছবি ও তথ্য :তারক মাহাত

Developed by