Breaking
6 Dec 2025, Sat

নেকড়ে আক্রমনে জের। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে অ্যান্টি রেবিশ ভ্যাকসিন ক্লিনিক

ঝাড়গ্রাম : আগামী সোমবার হাসপাতালে বর্হিবিভাগের প্রথম তলায় চালু করা হচ্ছে নতুন অ্যান্টি রেবিশ ভ্যাকসিন ক্লিনিক। একথা জানালেন হাসপাতালের সুপার মলয় আদক। মলয় আদক জানান,’একজন চিকিৎসক ও একজন নার্স ওই ক্লিনিকের দায়িত্ব থাকবেন। রবিবার বাদে সবদিন খোলা থাকবে ওই ক্লিনিক। সম্প্রতি নেকড়ের আক্রমনের জেরে মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়েছে। সে জন্য মানুষদের কাউন্সিলিং এর ব্যবস্হাও করা হবে।

Developed by