Breaking
6 Dec 2025, Sat

বোলেরো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম ১৬ জন, হাসপাতালে ভর্তি ১০ জন

ঝাড়গ্রাম : শুক্রবার রাতে বিনপুরের পালোইডাঙ্গাতে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়ি এবং পিকআপ ভ্যানের। মোট ১৬ জন জখম হয়। বিনপুর থানার আইসি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করেন। ঝাড়গ্রামে ১৬ জনকে নিয়ে আসা হলে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০ জনের মধ্যে ৩ কিশোরের অবস্থা গুরুতর। ছয় বছরের মিঠুন মুদি, আট বছরের শিবা মুদি এবং পনেরো বছরের প্রশান্ত মুদিকে ঝাড়গ্রাম থেকে অন্যত্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

Developed by