Breaking
6 Dec 2025, Sat

জেলার মধ্যে সবচেয়ে বড় পানীয় জলের প্রোজেক্ট ৭৫ কোটি টাকার কাজ চলছে নয়াগ্রামে

ঝাড়গ্রাম : বুধবার বিকেলে ঝাড়গ্রাম জেলাশাসকের সিধু-কানু হলে জেলার জনস্বাস্থ্য নিয়ে বৈঠকে একথা বললেন জনস্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক। তিনি বলেন,’নয়াগ্রামে যে কাজ হচ্ছে তা অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় প্রোজেক্ট পানীয় জলের জন্য। এর কাজ শেষ হলে নয়াগ্রাম ব্লকের প্রায় ১২৫টি মৌজার মানুষজন উপকৃত হবেন।’

Developed by