
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এ বার বাড়ি বাড়ি, হাতে হাতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা-বার্তা।সঙ্গে থাকুন, ভাল থাকুন! বাড়ি বাড়ি, হাতে হাতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা-বার্তা।সামাজিক মাধ্যমের যুগে মোবাইল অ্যাপ বা আরও নানা প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের সংযোগের বৃত্ত তৈরি করতে সচেষ্ট নরেন্দ্র মোদী থেকে রাহুল গাঁধী সকলেই। কিন্তু কেবল প্রযুক্তির ভরসায় না থেকে মুখ্যমন্ত্রী মমতা চিঠি পাঠাতে চান নিজের হাতে সই করে। যে চিঠি মারফত প্রাপকের হাতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত’ ছোঁয়াও। গত সাড়ে সাত বছরে তাঁর সরকারের আমলে রাজ্যের নানা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাঁরা পেয়েছেন, তাঁদের সঙ্গেই ব্যক্তিগত স্তরে যোগাযোগ করে ‘ধন্যবাদ’ জানাতে চান স্বয়ং মুখ্যমন্ত্রী।



