Breaking
6 Dec 2025, Sat

ভন্ড সন্ন্যাসীর বেশে একাধিক মন্দিরে চুরি !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:- এবার সন্ন্যাসীও ভুয়ো ! রবিবার বিকেলে নবদ্বীপের একটি মন্দিরে ওই ভুয়ো সন্নাসীকে দেখে চিনে ফেলেন এক ব্যক্তি। নানা সময়ে নানা পরিচয় দিয়ে বিভিন্ন মন্দিরে ঢুকে একাধিক চুরির অভিযোগে তাকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃত ভুয়ো সন্ন্যাসীর নাম সুকান্ত মজুমদার ওরফে ভোলা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকার বাসিন্দা সুকান্ত মজুমদার। তিনি কখন নিজেকে সনাতন দাস আবার কখন দেবানন্দ দাস পরিচয় দিয়ে নবদ্বীপের বিভিন্ন মন্দিরে যাতায়াতের সুযোগ নিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে কখনও মন্দিরে আবার কখনও মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে বিভিন্ন জিনিস চুরি করে চম্পট দিতেন। দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনায় নবদ্বীপ থানায় একাধিক অভিযোগ জমা পড়লেও অভিযুক্তকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। গতকাল নবদ্বীপ থানা খবর পাওয়ার পর তাকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে নবদ্বীপ আদালতে তুলেছে পুলিশ। এই চক্রের সঙ্গে অন্য কোন ব্যক্তিদের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Developed by