ভারতের চেয়ে সস্তায় অত্যাধুনিক রাফাল কিনছে ফ্রান্স

নিজেস্ব প্রতিনিধি, ফ্রান্স
নতুন করে ২৮টি ‘জেনারেশন ফোর’ রাফালের অর্ডার দিয়েছে ফ্রান্স সরকার। আর এই অর্ডারকে ঘিরেই নতুন করে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৮ আরও উন্নত রাফালের অর্ডার দিয়েছে ফ্রান্সের সরকার। যার জন্য গুনতে হবে ২ বিলিয়ন ইউরো। ২০২৪ সালের মধ্যে সেগুলি সেদেশের সরকারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লি ফিগারো’। সেখানে আরও বলা হয়েছে, চুক্তি সম্পূর্ণ হওয়ার পরে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে টুইটও করেন। পাল্টা রিটুইট করে রাফালের প্রস্তুতকারক সংস্থা দাসাউ। বিতর্কে সূত্রপাত এখান থেকেই। জানা গেছে, ভারত সরকার যে রাফাল যুদ্ধবিমান গুলো কিনছে, সেগুলি হচ্ছে ‘এফ থ্রি আর’। সোজা বাংলায় বলা যায়, ‘আপডেটেড থার্ড জেনারেশন’ ফাইটার। আর ফ্রান্স সরকার যোগুলি কিনছে, সেগুলি এর চেয়েও আরও অনেক বেশি উন্নত। শুধু তাই নয়, সেগুলিতে সংযুক্ত থাকছে উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্র। যেমন, ‘আপগ্রেডেড রাডার সেন্সর’, ‘হেলেমেট মাউন্টেড ডিসপ্লে’, অত্যাধুনিক ‘মিকা এমজি এয়ার-টু-এয়ার মিসাইল সিস্টেম’, ১ হাজার কেজি ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মডিউলার ওয়েপন প্রভৃতি। এবার আসা যাকা দামের কথায়। ফ্রান্সের সরকারে ২৮টি ফাইটার কিনতে খরচ পড়েছে প্রায় ২ বিলিয়ন ইউরো। অথচ, ভারতের ‘থার্ড জেনারেশন’ ৩৬টি রাফাল কিনতে খরচ পড়ছে প্রায় ৭.৮৭ বিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় ৬৪ হাজার কোটি টাকা। যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে চুক্তির বিষয়বস্তু প্রকাশ্যে আনা যাবে না বলে দাবি কেন্দ্রের। কিন্তু তাতেও অস্বস্তি কাটছে না।

Share

Recent Posts

ওড়গোন্দার বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু

প্রদীপ দত্ত, জেএনএফ, শিলদা : বুধবার শিলদার ওড়গোন্দাতে বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার…

2 weeks ago

শিয়রে ভোট, দিলীপ ঘোষের গড়ে উড়ছেনা শাসকদলের দলীয় পতাকা!

রান্টুয়া মোড়ে দেখা মিললনা শাসক দলের পতাকা অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : হাতে মাত্র…

2 weeks ago

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি…

3 weeks ago

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার

সুদীপ্ত মিত্র ,জেএনএফ ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে…

3 weeks ago

ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

বুদ্ধদেব বেরা,জেএনএফঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। "আমি ঝাড়গ্রামের…

3 weeks ago