Breaking
8 Dec 2025, Mon

সোমবার থেকে জলপাইগুড়ি শহরে দুয়ারে ভ্যাকসিন শুরু হল

জেএনএফ পয়েব ডেস্ক : প্রতীক্ষার অবসান। জলপাইগুড়ি শহরে দুয়ারে ভ্যাকসিন শুরু হল সোমবার থেকে। এদিন পুরসভা অন্তর্গত এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডে এর সূচনা করা হয় পুরসভার পক্ষ থেকে। পুরসভার অন্তর্গত মোট ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি জলপাইগুড়ি পুরসভা ও বাকি ১২ টি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলবে। আপাতত ষাটোর্ধ্ব ও প্রতিবন্ধীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল। আগামী দিনে সবগুলি ওয়ার্ডেই ভ্যাক্সিনেশনের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। আপাতত মোট ৩০ জনের করে ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে। এদিন রাজবাড়ী আর আর প্রাথমিক বিদ্যালয় থেকে দুয়ারে ভ্যাকসিনেশনের সূচনা করা হয়।

Developed by