Breaking
16 Dec 2025, Tue

৯০তম জন্মদিনে লতা মঙ্গেশকরকে ‘ডটার অব দ্য নেশন’ সম্মান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। ওইদিন তাকে ভারত সরকার ‘ডটার অব দ্য নেশন’ খেতাবে ভূষিত করবে। সাত দশকের ক্যারিয়ারে ভারতীয় সংগীত জগতে দৃষ্টান্ত ও অতুলনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি। গত প্রায় সাত দশক ধরে তিনি ভারতীয় সঙ্গীত মহলে খ্যাতির চূড়ায় বিরাজমান। প্রবাদপ্রতিম এই শিল্পীকে তাঁর জন্মদিনেই এহেন সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই দিনটিকে সামনে রেখে কবি তথা সঙ্গীতকার প্রসূন যোশি লতাকে নিয়ে একটি গান লিখেছেন। সরকারি সূত্রে খবর মিলেছে, লতার কণ্ঠের বড় ভক্ত প্রধানমন্ত্রী। লতাকে দেশের সঙ্গীত জগতের অন্যতম প্রতিনিধি বলা চলে। তাই তাঁকে সম্মান প্রদান করার মাধ্যমে গোটা নারী জাতিকে সম্মান জানাতে চলেছে কেন্দ্র।

লতা ইতোমধ্যে অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পেয়েছেন তিনি। ১৯৬৯ ও ১৯৯৯ সালে তাকে পদ্মভূষণ ও পদ্মবিভূষণ খেতাকে ভূষিত করা হয়। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পান তিনি। সবচেয়ে বেশি গানে কণ্ঠ দেওয়ার সুবাদে ১৯৭৪ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে তার নাম।

Developed by