Breaking
8 Dec 2025, Mon

৮৩ তম বর্ষে পদার্পণ  নতুনপাড়া সার্বজনীন দূর্গাপূজা (আদি) কমিটির

জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর হীন ভাবে এবছর নতুনপাড়া সার্বজনীন দূর্গাপূজা (আদি) কমিটি   দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। রবিবার নতুনপাড়া সার্বজনীন দূর্গাপূজা (আদি ) কমিটির ৮৩তম বর্ষের পূজোর খুঁটি পুজা আয়োজন করা হয় পুরোহিত মন্ত্র উচ্চারণের এবং ঢাক বাজিয়ে। উদ্যোক্তাদের তরফে সম্পাদক শুভব্রত  চৌধুরী বলেন এবছর থিম লেস মেনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ওপেন প‍্যান্ডেল হবে।  কোন থিম রাখা হয়নি।  এবছর শুধুমাত্র কোভিড ওয়ারইয়ারদের সংবর্ধিত করা হবে। এছাড়াও পুজোর চারদিন বিভিন্ন সামাজিক সেমামূলক কাজের সঙ্গে লিপ্ত থাকবো সমস্ত রকমের সামাজিক ও সরকারি স্বাস্থ্য বিধি মেনে। নতুনপাড়া সার্বজনীন দূর্গাপূজা (আদি ) কমিটির সকলেই উপস্থিত ছিলেন।

Developed by