Breaking
17 Dec 2025, Wed

৭৭৫ মিটার পাকা রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক ডক্টর  প্রদীপ কুমার বর্মা

জেএনএফ ওয়েব ডেস্ক :- এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে এবার। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চল অন্তর্গত দক্ষিণ সুকান্তনগরে ৭৭৫ মিটার পাকা রাস্তা হতে যাচ্ছে। সোমবার রাস্তার শিলান্যাস  করলেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। এই রাস্তার মধ্যেই দুটি কালভার্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 15 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম, ইঞ্জিনিয়ার দেবপ্রিয়া নিয়োগী, খরিয়া অঞ্চল প্রধান, উপপ্রধান প্রমূখ।

)

Developed by