Breaking
18 Dec 2025, Thu

৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫টি বোট নিয়ে বাইচ প্রতিযোগিতায় সেনাবাহিনী

জেএনএফ ওয়েব ডেস্ক :- দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫টি বোট নিয়ে বাইচ প্রতিযোগিতায় সেনাবাহিনী।
ঐতিহাসিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার গজলডোবার ভোরের আলো প্রকল্পের সামনে।
সেখানে তিস্তা ক্যানেলে এই প্রতিযোগিতায় সেনাবাহিনী সহ দেশ রক্ষার কাজে নিয়োজিত জওয়ানরা অংশ নেন। এদিন সিআরপিএফ, আই টি বি পি, বি এস এফ, এন সি সি, আধা সেনাবাহিনীর জওয়ানরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকও উপস্থিত ছিলেন এদিন।

Developed by