Breaking
14 Dec 2025, Sun

৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন

জেএনএফ ওয়েব ডেস্ক:- আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এবিটিএ-র থানা উত্তর ও দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস। স্থানীয় কদমতলায় সত্যপ্রিয় ভবনে গত মাসখানেক ধরেই সংগঠনের জেলা শাখার উদ্যোগে চলছে ফ্রি কোচিং ক্যাম্প ‘প্রত্যয়’। প্রত্যয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সংগঠনের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্বর্ধিত করা হয়। উদ্বোধন করেন ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক  সুজন সোমরায়। তিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষকদের আগেকার অবস্থার কথা বলে ছাত্রছাত্রীদের আগামীতে জীবন থেকে শিক্ষা নিয়ে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান। ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ছিল।
বক্তব্য রাখেন পূর্বাঞ্চল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক  দিলীপ দেব সহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী, জেলার সহ সম্পাদিকা রীতা রায় সেনগুপ্ত সহ উত্তর ও দক্ষিণ আঞ্চলিক শাখার নেতৃত্ব।

Developed by