Breaking
21 Dec 2025, Sun

৫০০ কাটুর্ন ভিন রাজ্যের মদ সহ ট্রাক আটক করল বীরপাড়া পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক : ৫০০ কাটুর্ন ভিন রাজ্যের মদ সহ ট্রাক আটক করল বীরপাড়া পুলিশ। আন্ত রাজ্য মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে বলে জানালেন জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায়। উদ্ধার হওয়া মদের মুল্য ২০ লক্ষ টাকা। জানা গিয়েছে, গত ১৫ জুন বীরপাড়া থানার অধিনে এশিয়ান হাইওয়ে সংলগ্ন হিমালয় হোটেলের পাশ থেকে একটি হরিয়ানা নম্বরের ট্রাকে তল্লাসি চালিয়ে ৫০০ কার্টুন ভীন রাজ্যের মদ উদ্ধার হয়। ৫০০ কাটুর্ন ভীন রাজ্যের মদ সহ ট্রাক আটক করে বীরপাড়া থানার পুলিশ। শুক্রবার বীরপাড়া থানায় এক সাংবাদিক সন্মেলন করে এ কথাই জানালেন জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায়। এদিন তিনি জানান, গত ১৫ জুন বীরপাড়া থানার অধিনে এশিয়ান হাই ওয়ে সংলগ্ন হিমালয় হোটেলের পাশ থেকে একটি হরিয়ানা নম্বরের ট্রাকে তল্লাসি চালিয়ে ৫০০ কার্টুন মদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আন্ত রাজ্য মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে বলে জানান তিনি।

Developed by