Breaking
18 Dec 2025, Thu

৩৪ নম্বর জাতীয় সডক অবরোধ

জেএনএফ ওয়েব ডেস্ক :-ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা ও দুই যুবনেতা এছাড়াও রাজ্য নেত্রী জয়া দত্তর উপরে হামলার প্রতিবাদে রানাঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি ও ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। উল্লেখ্য গত কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে হামলা চালায় বিজেপি শাসিত দুষ্কৃতীরা। এর পরে রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায় তৃণমূল। তারপরও ত্রিপুরাতে তৃণমূলের দুই যুবনেতা ও রাজ্য নেত্রী জয়া দত্তকে হামলা চালায় বিজেপির হার্মাদ বাহিনি। এরই প্রতিবাদে এদিন নদীয়ার রানাঘাটে তৃণমূলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে বিক্ষোভ দেখায় তৃণমূল।

Developed by