Breaking
20 Dec 2025, Sat

২ ডিসেম্বর নবান্নে স্মারকলিপি জমা দিতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চাকরির দাবিতে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি’ ২ ডিসেম্বর নবান্নে স্মারকলিপি জমা দিতে চলেছে, এমনটাই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রবিবার পুরুলিয়ায় এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজকুমার বর্মন, রাজ্য সহ-সভাপতি গৌরীশংকর করণ, পুরুলিয়ার কার্যকরী সভাপতি দিলীপ টিকাইত।
২০১৩ সালের ৩রা অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এম্প্লয়মেন্ট ব্যাংক চালু করেন। সেখানে নাম নথিভুক্ত করা বেকার যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা করে পায় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। এবার সেই সব বেকার যুবক-যুবতীরা আগামী ২ রা ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে জমায়েত হয়ে নবান্নে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানিয়েছেন।

Developed by