Breaking
8 Dec 2025, Mon

২০০কেজির হাঙ্গর দীঘায় বিক্রি ২৯হাজার টাকায়!

পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনার মৎস্যজীবীদের জালে রবিবার সকালে ধরা পড়লো প্রায় ২০০কেজি ওজনের হাঙ্গর। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। মৎস্যজীবীদের সূত্রে জানা যায় হাঙর টির ওজন প্রায় ২০০ কেজি। ২৯ হাজার টাকায় হাঙর টি বিক্রি হয় বলে জানা গেছে। কলকাতার একটি কোম্পানি কিনে নেয়। এতবড় হাঙর কে সামনে দেখে ক্যামেরা বন্দী করতে বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভীড় জমান দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র।

Developed by