Breaking
16 Dec 2025, Tue

১ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে তৈরি হবে নতুন মর্গ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে তৈরি হবে নতুন পুলিশ মর্গ। যেখানে ২৪টি শব একসঙ্গে রাখার ব্যবস্থা থাকবে। ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গের জন্য ১ কোটি ৫২ লক্ষ ৯০ হাজার ৪৫৯ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ঝাড়গ্রাম মহকুমা থেকে জেলায় উন্নীত হলেও মর্গের কোন উন্নীতকরণ হয়নি এতদিনে। মহকুমা হাসপাতালের পুরোনো মর্গটিই রয়ে গিয়েছে। এরফলে দুর্গন্ধ যেমন ছড়ায় তেমনি জেলা সুপার হাসপাতালের সংলগ্ন হওয়ায় মানুষজনেরও খুব অসুবিধা হয়। রাজ্য সরকারের বরাদ্দে এরপর তৈরি হবে অত্যাধুনিক নতুন মর্গ।

Developed by