Breaking
17 Dec 2025, Wed

১৫ ই আগস্টের আগ মুহূর্তে আসাম-বাংলা সীমান্তে চলছে বিশেষ নাকা চেকিং

জেএনএফ ওয়েব ডেস্ক :- স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে, অপ্রীতিকর ঘটনা এড়াতে আসাম-বাংলা সীমান্ত, চলছে বিশেষ নাকা চেকিং। শুক্রবার সকাল থেকেই বক্সিরহাট থানার গুরুত্বপূর্ণ ৩টি এলাকায় চলছে এই নজরদারি।
জানা যায়, পরপর দুইদিন অভিযান চালিয়ে সাত হাজার নেশাজাতীয় ট্যাবলেট, ১৩ টি কাপ সিরাপ ও ২৭ কেজি গাঁজা সহ মোট তিন ব্যক্তিকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ।
এছাড়াও ১৫ আগস্ট উপলক্ষে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, গত মঙ্গলবার ও বৃহস্পতিবার কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ্ শিলিগুড়ি পুলিশ কমিশনার ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পরিদর্শন করেন আসাম – বাংলা সীমান্ত সহ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ, সকাল থেকেই ১৭ নং জাতীয় সড়কে তিন টি জোনে চলছে ছোট থেকে

Developed by