Breaking
26 Dec 2025, Fri

১৪৪ বোতল বিদেশি মদ সহ দুজন গ্রেফতার বেলিয়াবেড়া থানার

জেএনএফ ওয়েব ডেস্ক :-বেআইনি ভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ দুটি জায়গা থেকে দুজনকে গ্রেফতার করেছে। ধৃত দুজনের কাছ থেকে মোট ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। ধৃতরা হল – শংকর বিশুই ও গৌরাঙ্গ সেনাপতি। শংকর বিশুই এর বাড়ি খুদমরাই গ্রামে। গৌরাঙ্গ সেনাপতির বাড়ি কুলিয়ানা গ্রামে। ধৃতদের বিরুদ্ধে বেলিয়াবেড়া থানার পুলিশ বেঙ্গল এক্সাইজ আইনের ৪৬ বি ধারায় মামলা রুজু করেছে। ধৃত দুজনকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।

Developed by