Breaking
26 Dec 2025, Fri

১০ নম্বর জাতীয় সড়কে ধস,বন্ধ শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ

জেএনএফ ওয়েব ডেস্ক :-প্রবল বৃষ্টিতে ধস নামল কালিংপঙের ২৯ মাইলের ১০ নম্বর জাতীয় সড়কে। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পাশাপাশি শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গিয়েছে যে বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামে। পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। এবং জাতীয় সড়কের উপর লম্বা লাইন পড়ে যায় গাড়ির। যদিও যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন ধস সরাবার কাজ চালাচ্ছে। তবে প্রশাসনের অনুমান যে রাস্তা ঠিক করতে সময় লাগবে। সন্ধ্যের মধ্যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

Developed by