Breaking
18 Dec 2025, Thu

১০ জুন থেকে চালু হল পুরাতন ঝাড়গ্রামের গ্রিন পার্ক রেস্টুরেন্ট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দীর্ঘ আড়াই মাস পর খুলছে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত অভিজাত গ্রিন পার্ক রেস্টুরেন্ট। সম্পূর্ণ সরকারি বিধি মেনেই খোলা হচ্ছে গ্রিন পার্ক। মুখে মাস্ক ও ফুল বডি সানিটাইজেশন করার পরই ঢোকার অনুমতি মিলবে এখানে। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই ইউজ এন্ড থ্রো থালা ব্যবহার করা হচ্ছে। জলের গ্লাসের বদলে রাখা হচ্ছে সিঙ্গেল ইউজ জলের বোতল, জানিয়েছেন গ্রিন পার্কের মালিক জয়দীপ মল্লদেব।

Developed by