Breaking
18 Dec 2025, Thu

হাঁড়িয়া-মদ খেয়ে নিজেরাই টোটো নিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে, আর তা থেকে বাঁচতে গল্প ফেঁদে বিভ্রান্তি ছড়িয়েছিল তিন যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার বিকেলে নিজেরা বাঁচতে গল্প ফেঁদে ছিল টোটো চালক সহ তিন যুবক। কিন্তু শেষ রক্ষা হল না ! শেষমেষ ধরা পড়ে গেল তিন যুবকই। আর পুলিশি তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। আর সেই গল্প শুনে চোখ ছানাবড়া হয়েছিল পুলিশ কর্তাদের। শুক্রবার ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে তাদের বক্তব্য প্রকাশ হওয়ার পর পুলিশ থানা নিয়ে আসে তিন যুবককেই। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পাণ্ডে গতকাল রাতেই শুরু করে জিজ্ঞাসাবাদ। প্রথম দুই যুবক মিথ্যে কথা বলে বিভ্রান্ত করেছিল। কথায় অসংলগ্ন প্রকাশও বুঝতে পেরেছিল পুলিশ। তৃতীয় যুবক আসতেই আসল রহস্যের জট খোলে। উন্মোচিত হয় গল্পের আসল উদ্দেশ্য। পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের টোটো চালক সহ তিন যুবকরা প্রথমে কলাবনিতে গিয়ে হাঁড়িয়া খায়। তারপরে টোটো চালিয়ে তিনজন লোধাশুলি যায়। সেখানে মদ খায়। তারপর কলাবনি ফিরে এসে আবার হাঁড়িয়া খায় তিনজনে। তারপর ঝাড়গ্রাম ফিরে আসার পথে সারদাপীঠ স্কুলের কাছে লাইট পোস্টে ধাক্কা মারে। সেখানেই
টোটো উল্টে জখম হয় তিন যুবক। আর তা থেকে বাঁচতে পরিবারের কাছে ও সংবাদ মাধ্যমের কাছে গল্প ফেঁদেছিল। কিন্তু শেষ রক্ষা হল না!

Developed by