Breaking
12 Dec 2025, Fri

সয়দাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মালবোঝাই ট্রাক,অল্পের জন্য রক্ষা পেল চালক

জেএনএফ ওয়েব ডেস্ক :-বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সয়দাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মালবোঝাই ট্রাক। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল চালক। জানা গিয়েছে যে এদিন মালবোঝাই ট্রাকটি বীরভূম থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর সয়দাবাদ এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় মালবোঝাই ট্রাকটি। এবং কোন মনে চালক ট্রাক থেকে বেরিয়ে যায়। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ ট্রাকটিকে উদ্ধার করার চেষ্টা করছে। অপরদিকে এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। যদিও পরে যানযট স্বভাবিক হয়।

Developed by