Breaking
31 Dec 2025, Wed

স্রেফ গুজব, লোকপ্রসার শিল্পী হিসেবে নাম তুলতে হাজির হলেন কয়েকশো মহিলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: স্রেফ গুজবের জের! যার জেরে কয়েকশো মহিলা ঝাড়গ্রাম দেবেন্দ্রমোহন হলে (ডিএম হল) হাজির হয়েছিলেন। সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। কেউ বা কারা রটিয়ে দিয়েছে, এদিন থেকে লোকপ্রসার প্রকল্পে টুসুগানের দলকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে। এমন গুজবে কয়েকশো মহিলা সেখানে এসে ঢুকতে চান। কিন্তু হল কর্তৃপক্ষ জানান, তাঁদের হলটি বেসরকারি। এখানে এমন কোনও সরকারি আবেদনপত্র বিলির কর্মসূচি নেই। কিন্তু সে কথা মহিলাদের বিশ্বাস করানো যাচ্ছে না। ডিএম হল নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। কেউ আবার জানতে চাইছেন, তাহলে কী জেলা শাসকের হলে আবেদনপত্র পাওয়া যাবে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লোকপ্রসার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্তকরণের কাজ সারা রাজ্যের সঙ্গে ঝাড়গ্রামেও বন্ধ রয়েছে। দপ্তরের উদ্যোগে অথবা প্রশাসনের উদ্যোগে কোনও আবেদনপত্র বিলি করা হচ্ছে না। পুরোটাই গুজব। কারা এমন গুজব রটাল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ-প্রশাসন।

Developed by