Breaking
14 Dec 2025, Sun

স্বনির্ভর গোষ্ঠী দ্বারা নির্মিত দ্রব্যাদির প্রদর্শন ও প্রচার অনুষ্ঠান জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের প্রাঙ্গণে শুরু হল বুধবার

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি জেলা প্রশাসন তথা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল এবং ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে তিনদিন ব্যাপী জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী দ্বারা নির্মিত দ্রব্যাদির প্রদর্শন ও প্রচার অনুষ্ঠান জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের প্রাঙ্গণে শুরু হল বুধবার। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। এদিন থেকে শুরু করে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই তিনদিন বেলা ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই স্টল খোলা থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্য প্রচার ও প্রসার নিয়ে জেলা প্রশাসনের এটি একটি অভিনব প্রদর্শনীর বলা যায়। কেননা করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর এধরনের শিল্পের সাথে যুক্ত মহিলারা তাদের সামগ্রীর প্রচার বা বিক্রি করতে পারছেন না। ২৮টি স্টলের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা তাদের শিল্পকর্মের প্রদর্শনী তুলে ধরছেন। জৈব পদ্ধতিতে চাষ করা সবজি, জ্যান্ত মাছ থেকে শুরু করে হস্তশিল্পের তৈরি করা গহনা, রকমারি পোশাক সহ হাতের তৈরি ঘর সাজানোর নানা ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, আনন্দধারা প্রকল্পের অধীন স্বনির্ভর গোষ্ঠীদের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে বিভিন্ন প্রস্তুত করার সামগ্রী যারা বিক্রি করতে পারেননি, এখান থেকেই তারা বিক্রির সুযোগ পাবেন বলে জানান তিনি।

Developed by