Breaking
19 Dec 2025, Fri

স্কুলে ঢুকে চাল খেয়ে গ্রামে তাণ্ডব চালালো ফের হাতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্কুলে ঢুকে চাল খেয়ে গ্রামে তাণ্ডব চালালো ফের হাতি। ঝাড়গ্রাম জেলার গামারিয়া গ্রামে গতকাল রাতের বেলায় ঢুকে পড়ে ৯ টি হাতির দল তছনছ করে জমির ফসল। প্রাইমারি স্কুলে ঢুকে মিড ডে মিলের চাল থেকে আরম্ভ করে স্কুলের সমস্ত আসবাবপত্র ভেঙ্গে তছনছও করে দেয় হাতি। দাঁতালের আক্রমণে অতিষ্ঠ গ্রামবাসীরা।কবে বন্ধ হবে এই আক্রমন তার দিকে পথ চেয়ে বসে আছেন গ্রামের নিরীহ মানুষ গুলো।

Developed by