Breaking
21 Dec 2025, Sun

সৌমনাথ  মহাপাত্রের হাত ধরে ঝাড়গ্রামে শতাধিক কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীতে এবার শতাধিক সিপিএম কির্মীরা যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ওই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সৌমনাথ মহাপাত্র। সিপিএম এর সাধারন সম্পাদক ও রোহিনী বাজার কমিটির প্রাক্তন সভাপতি ভবতারন পাত্র সহ শতাধিক সমর্থক যোগদান করে তৃণমূলে। তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র তিনি এইসমস্ত সমর্থক দের হাতে পতাকা তুলে দেন এবং তিনি বলেন যে এই সমস্ত মানুষ জন মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযোগ্যে সামিল হওয়ার জন্য এবং উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ তারা তৃণমূলে যোগদান করলেন ।

Developed by