Breaking
12 Dec 2025, Fri

সেভ লাইফ সেভ ড্রাইভ কর্মসূচির পাঁচ বছর পূর্তি উপলক্ষে রেসপেক্ট উইম্যান প্রোগ্রামের আয়োজন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

জেএনএফ ওয়েব ডেস্ক :-বৃহস্পতিবার সেভ লাইফ সেভ ড্রাইভ কর্মসূচির পাঁচ বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় রেসপেক্ট উইম্যান প্রোগ্রামের আয়োজন করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ পুলিশ কর্মীরা। মহিলাদের সুরক্ষা বাড়াতে কমিশনারেটের উদ্যোগে বিশেষ হেল্পলাইন ফোন নম্বর ব্যবস্থা করা হল। এবং বাগডোগরা বিমানবন্দরে প্রতিটি ট্যাক্সিতে ওই হেল্প লাইনের নাম্বার স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি হেলমেট বিতরণ করা হয়। এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগম বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন সেভ লাইফ সেভ ড্রাইভ এর ব্যানারে রেসপেক্ট উইম্যান প্রোগ্রামের কর্মসূচি আয়োজন করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তাতে মহিলাদের সুরক্ষা আরো জোরদার করতে হেলপ্লাইন নাম্বারের ব্যবস্থা করা হয়। যদি কোন যাত্রীর অসুবিধা হয় তাহলে এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে খুব সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং সিভিক ভলান্টিয়ারদের গিফ্ট দেওয়া হল।

Developed by