Breaking
15 Dec 2025, Mon

সেফ ড্রাইভ সেভ লাইফ ডে কর্মসূচি পালন হল জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :-সেফ ড্রাইভ সেভ লাইফ ডে কর্মসূচি পালন হল জলপাইগুড়িতে। রবিবার শহর সংলগ্ন ঝা বাড়ি মোড়ে সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে এই কর্মসূচি। মাস্ক বিহীন দের মাস্ক পড়িয়ে দেয় সদর ট্রাফিক পুলিশ। এছাড়াও বিনাহেলমেটে রাস্তায় বের হওয়া বাইক ও স্কুটি চালকদের হেলমেট তুলে দেওয়া হয় । পাশাপাশি সেফ ড্রাইভ সেভ ড্রাইভ স্টিকার লাগালো হয় গাড়িতে । এছাড়াও সাধারণ মানুষদের সচেতন করার পাশাপাশি বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা , হাইওয়ে ওসি সুজিত মিত্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা‌। ট্র‍্যাফিক নিয়ে সচেতনা বাড়াতে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন সকলকে সচেতন হতে হবে ট্রাফিক আইন বিষয়ে।

Developed by