Breaking
17 Dec 2025, Wed

সুপার স্পেশালিটি চিকিৎসকদের দিয়ে রোগী দেখা শুরু হল কোচবিহার মেডিক্যাল কলেজে

: বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে রোগী পরিষেবা দেওয়ার কাজ শুরু হল কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ সুপার স্পেশালিটি ও.পি.ডি নামে ওই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ওই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি রাজীব প্রাসদ সহ বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা।
পার্থ বাবু পড়ে সাংবাদিকদের জানিয়েছেন, এদিন থেকে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি ও.পি.ডি পরিষেবা শুরু হয়েছে। এদিন রোগী দেখতে শুরু করেছেন বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ডাঃ সৌমেন রায়। প্রতি মঙ্গলবার তিনি বসবেন। এছাড়াও প্রত্যেক সপ্তাহে বুধবার নেফ্রোলজিষ্ট, শুক্রবার নিউরো সার্জেন বিশেষজ্ঞ বসবেন। সপ্তাহে তিন বসবেন রেডিও অনকোলজিষ্ট। এছাড়াও ইউরোলজি সার্জিকাল ও রিওমোটলোজি পরিষেবাও চালু হতে চলেছে।
পার্থ বাবু বলেন, “এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নত মানের পরিষেবার দিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখার কাজ শুরু করেছেন। আরও কিছু নতুন নতুন পরিষেবা খুব শীঘ্র চালু করার জন্য এমএসভিপি রাজীব প্রসাদ উদ্যোগ নিয়েছেন। এই পরিষেবা চালু হওয়ায় কোচবিহারের মানুষ মারাত্মক ভাবে উপকৃত হবেন।”

Developed by