Breaking
15 Dec 2025, Mon

সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী সেবক ফাঁড়ির এক পুলিশ আধিকারিক

জেএনএফ ওয়েব ডেস্ক :-সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী সেবক ফাঁড়ির এক পুলিশ আধিকারিক। মৃতের নাম সুদিপ ছেত্রী। সে গত দুবছর ধরে সেবক ফাঁড়িতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে যে শনিবার নাইট ডিউটি করছিলেন তিনি। আচমকাই নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের মাথায় গুলি করে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তার মৃত্যু হয়। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার লোকের সাথে কথা বলে জানা গিয়েছে এই ধরনের ঘটনা যে তিনি ঘটাবেন এর কোন রকম পূর্বাভাস তারা পাননি। প্রতিনিয়ত তাদের সাথে কথা হত। কোনরকম অসুবিধা প্রকাশও তিনি করেনি কোনদিনও। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু পুলিশ।

Developed by