Breaking
8 Dec 2025, Mon

সার্বিকভাবে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু
বিভাগের শিশু ভর্তির সংখ্যা স্বাভাবিক রয়েছে জানালেন জলপাইগুড়ির জেলা শাসক
মৌমিতা গোদারা বসু

জেএনএফ ওয়েব ডেস্ক :-সার্বিকভাবে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগের শিশু ভর্তির সংখ্যা স্বাভাবিক রয়েছে। প্রতিদিন আগের চেয়ে অনেক কম শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে বলে বুধবার জানালেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু। এখন গড়ে ২৫ থেকে ২৮ জন শিশু প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। প্রয়োজনে কোন শিশুকে রেফার করতে হলে তার সবরকম ব্যবস্থা থাকছে বলে জানান তিনি। পাশাপাশি সার্বিকভাবে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

Developed by