Breaking
8 Dec 2025, Mon

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে খালশিউলি যুবমেলায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সাধারণতন্ত্র দিবস উপলক্ষে খালশিউলি যুবমেলায় রক্তদান শিবির। খালশিউলি ইয়ং মাইন্ড এসোসিয়েশন দ্বারা পরিচালিত খালশিউলি যুব মেলাতে ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায়, খালাশিউলি রুরাল ডেভলপমেন্ট এসোসিয়েশন এবং মেলা কমিটির উদ্যোগে খালশিউলী উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মানিকপাড়া বিট হাউসের ওসি অঞ্জন মাইতি এবং চুবকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয়শঙ্কর সেন। এদিন রক্তদান শিবিরে মোট ৪২ জন রক্তদান করেন।

Developed by