Breaking
8 Dec 2025, Mon

সাঁকরাইলের ডাহি গ্রামে খাঁচায় ছাগল, ধরা পড়েনি বন্য জন্তু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ভোর রাতে গ্রামে হানা দিয়ে মেরে ফেলেছিল পাঁচটি ভেড়াকে। অজানা বন্য জন্তু কি তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। কিন্তু রবিবার তা ধরতে খাঁচা পাতা হয়েছিল। ডাহি গ্রামের ওই খাঁচায় টোপ হিসেবে ছাগল দেওয়া হলেও এখনও ধরা পড়েনি অজানা বন্যজন্তুটি।

Developed by